কালনা পৌরসভায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ – SDO Kalna Recruitment 2017

কালনা পৌরসভায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ – SDO Kalna Recruitment 2017: বর্ধমান জেলা শাসকের অধীন কালনা এস.ডি.ও. অফিস (SDO office Kalna) একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে. কালনা মিউনিসিপালিটির মিড-ডে মিল (Mid Day Meal) প্রকল্পের জন্য ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ করা হবে. নিয়োগ প্রক্রিয়া, বেতন, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল.

কালনা পৌরসভায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০১৭

নিয়োগ সংস্থার নাম: কালনা পৌরসভা
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
বেতন: Rs. ১১,০০০/- টাকা প্রতিমাস
আবেদনের শেষ তারিখ: ১৯শে ডিসেম্বর, ২০১৭

Kalna Municipality Recruitment 2017

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রাথীকে যে কোন শাখায় স্নাতক (Graduate) ডিগ্রী পাস হতে হবে.

অন্যান্য যোগ্যতা: যে কোন সরকারি সংস্থা থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার এপ্লিকেশন-এর উপর সার্টিফিকেট (Computer Application Certificate) থাকতে হবে.

বয়স সীমা: ১লা জানুয়ারী, ২০১৭ অনুযায়ী প্রাথীকে ১৮ থেকে ৪০ বছর বয়স হতে হবে. সরকারি নিয়ম অনুযায়ী তপশীল জাতি (SC) ও তপশীল উপ-জাতি (ST) ০৫ বছর ও অন্যান্য অনগ্রসর জাতি (OBC) ও শারীরিক প্রতিবন্দী প্রাথীরা ০৩ বছরের ছার পাবে.

কালনা পৌরসভায় ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কীভাবে আবেদন করবেন ?

যোগ্য ও আগ্রহী প্রাথীরা নির্দিষ্ট আবেদন পত্রে আগামী ২৭শে নভেম্বর, ২০১৭ থেকে ১৯শে ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন. ছুটির দিন বাদে অফিসের কাজের সময় (সকল ১১ টা থেকে দুপুর ৩ টে) সরাসরি আবেদন পত্র জমা করতে পারেন এবং ডাক (By Post) মাধমেও জমা করতে পারবেন.

আবেদন পত্রের সাথে কী কী জেরক্স জমা দিতে হবে?

১. বয়সের প্রমান পত্র হিসাবে মাধ্যমিক এডমিট (Madhyamik Admit Card) এক কপি.
২. সমস্ত পাস সার্টিফিকেট -এর একটি করে কপি.
৩. কম্পিউটার সার্টিফিকেট.
৪. যদি কোন কাজের অভিজ্ঞতা থেকে থাকে তার সার্টিফিকেট.
৫. জাতি প্রমান পত্র (SC/ST/OBC) দের জন্য.
৬. একটি নিজের নাম ও ঠিকানা লেখা 26 X11 মাপের পোস্টাল খাম সাথে ১০ টাকার (Rs.10/-) ডাক টিকিট .

আবেদন পত্র জমা করবেন কোন ঠিকানায়?

To,
The Sub-Divisional Officer,
Kalna & Chaiman,
Municipality Level Selection Committee,
Kalna, Purba Bardhaman, 713409

প্রাথী বাছাই অথবা নিয়োগ প্রক্রিয়া কেমন হবে?

নিয়োগ প্রক্রিয়া: প্রাথী বাছাই হবে লিখত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ -এর মাধ্যমে.

লিখিত পরীক্ষা: ৩০ নম্বরের লিখিত পরীক্ষা হবে. প্রশ্ন থাকবে অঙ্ক ১০ নম্বরের, ইংরাজি ১০ নম্বর ও মানসিক যোগ্যতা প্রমানের প্রশ্ন ১০ নম্বর.

কম্পিউটার টেস্ট: কম্পিউটার টেস্ট ৫০ নম্বরের এর মধ্যে থাকবে ইংলিশ টাইপিং (English Typing) ১০ নম্বর, ইন্টারনেট টেস্ট (Internet Test) ১০ নম্বর, এক্সেল (MS-Excel) ২০ নম্বর ও ওয়ার্ড (MS-Word) ১০ নম্বর.

ইন্টারভিউ: ২০ নম্বরের থাকবে ইন্টারভিউ .

লিখিত পরীক্ষার তারিখ: ৭ই জানুয়ারী, ২০১৮ বেলা ১২ টা থেকে ১ টা

গুরুত্বপূর্ণ লিংক:
আবেদন পত্র ও নোটিশ ডাউনলোড করুন
বিশদ জানতে প্রবেশ করুন: www.bardhaman.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে

** বি.দ্র.: উপরে প্রদত্ত তথ্য শুধুমাত্র কাজের সন্ধানকারীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে করা হয়। http://www.examupdate.org একটি নিয়োগ সংস্থা নয় এবং কোনও নিয়োগের প্রক্রিয়াটি পরিচালনা করে না। http://www.examupdate.org একটি সংবাদ মাধ্যম যা সমগ্র ভারত জুড়ে বিভিন্ন নিয়োগে প্রথম দিকে মৌলিক তথ্য সরবরাহ করে। চাকরি প্রার্থীদেরকে সম্পূর্ণ বিশদ এবং আবেদন প্রক্রিয়া জন্য কোম্পানির / বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে অনুরোধ করা হয়।

Share this post

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.